সিলেটশুক্রবার , ৩১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রশিদিয়া দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

Ruhul Amin
মার্চ ৩১, ২০১৭ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট সদর উপজেলার রশিদিয়া দাখিল মাদরাসায় ২০১৭ সনের কেবিনেট নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা হতে বৃষ্টি উপক্ষো করে শত শত শিক্ষার্থী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের কাংখিত প্রার্থীকে ভোটদানের জন্য অপেক্ষা করে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলার পর ভোট গ্রহণ সমাপ্ত হয়। সকাল ১০টায় মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলামকে সাথে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করতে আসেন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কারজাই মোহাম্মদ ফারাবী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়। অতিথিবৃন্দ নির্বাচনী কর্মকর্তা, প্রার্থী এবং ভোটারদের সাথে মতবিনিময় করেন। তারা সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভোট গণনার মাধ্যমে নির্বাচিত স্টুডেন্ট কেবিনেট সদস্যরা হলেন (১) আব্দুল জলিল ইমন-১০ শ্রেণী (২) তানজিনা আক্তার জেবিন-১০ শ্রেণী, (৩) ইমদাদুল হক- ৯ম শ্রেণী, (৪) ফাহমিদা আক্তার তিন্নি-৯ম শ্রেণী, (৫) জাবেদ আহমদ-৮ম শ্রেণী, (৬) পাপিয়া আক্তার-৮ম শ্রেণী, (৭) মানসুফা আক্তার-৭ম শ্রেণী ও (৮) সুমাইয়া আক্তার-৬ষ্ঠ শ্রেণী। অত্র নির্বাচনে শিক্ষকদের পক্ষ হতে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন মাওলানা আবুল খায়ের এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ নাসির উদ্দীন।