সিলেটশুক্রবার , ৩১ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অভিযান স্থগিতের পরই বড়হাটের আস্তানায় বিস্ফোরণ-গুলি

Ruhul Amin
মার্চ ৩১, ২০১৭ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
মৌলভীবাজারের বড়হাট এলাকায় ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ আজকের মতো স্থগিত ঘোষণার পরপরই বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার রাত আটটার দিকে মুহূর্মুহু বিস্ফোরণ ও গুলির শব্দে প্রকম্পিত হয়ে উঠে আস্তানাটির আশপাশের এলাকা। সোয়াট সদস্যরাও বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। অভিযান স্থগিতের একটু পরই বড়হাটের আস্তানাটি থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এটি কিসের শব্দ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এ সময় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট ও কাউন্টার টেরোরিজমের সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি ও বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এর আগে সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈরি আবহাওয়া ও অন্ধকার হয়ে আসায় আজকের জন্য অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকাল আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে পুনরায় অভিযান শুরু করা হবে।