সিলেটশনিবার , ১ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানুষ হিসেবে গড়ে উঠতে সুশিক্ষার বিকল্প নেই: হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী

Ruhul Amin
এপ্রিল ১, ২০১৭ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সুরমা উপজেলার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল গত ২৮ মার্চ মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মিজানুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সুশিক্ষার বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মকে শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। তবেই তারা সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। অত্র কলেজের শিক্ষক সহ তিন শিক্ষার্থী অকাল মৃত্যুতে অত্র প্রতিষ্ঠান নিয়মিত মৃত্যু বার্ষিকী পালন করায় তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএর সাবেক সভাপতি ও কলেজ গভর্ণিংবডির সদস্য শামিমুর রহমান, কলেজ গভর্ণিং বডির সদস্য হাজী বাবুল মিয়, সুফিয়ানুল করিম চৌধুরী, উত্তর কুশিয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সদস্য মরহুমা শাহ ফারজানা আক্তারের পিতা শাহ আব্দুল মালিক উমর, মরহুমার মামা দৈনিক সিলেট বাণী দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে শারমিন সুলতানা, আবু হানিফ, ফখরুল ইসলাম, ওয়াহেদ চৌধুরী, সুহেনাজ তাজগেরা, মোঃ মহিউদ্দিন, বিশ^জিৎ দেব, মাহমুদা সুলতানা, প্রভাষক শেখ আব্দুর রশিদ, রোকেয়া বেগম, শক্তি রাণী সরকার, নন্দ কিশোর রায়, ফারজানা ইয়াসমিন, আয়েশা আক্তার, বিকাশ চন্দ, নাসরিন আরা নার্গিস, শাহনাজ বেগম শিমু, সোহেল আহমদ, বিপিএড শিক্ষক মাহবুবা খানম চৌধুরী ও প্রদর্শক সাদেকুল ইসলাম, মুরব্বি শাহজাহান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী তানিয়া বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিনা আহমেদ চৌধুরী ও সোহাদা বেগম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা ও কলেজের ইসলামী শিক্ষার প্রভাষক মরহুম মাওলানা মোঃ হামিদুর রহমান, মেধাবী ছাত্রী মরহুমা মোছাঃ শাহ ফারহানা আক্তার লুবনা, ডলি বেগম ও মাহমুদা আক্তার এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।