সিলেটমঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জনস্বার্থে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যাবে

Ruhul Amin
এপ্রিল ৪, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  জনস্বার্থে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘নতুন এ আইনটি ১৯৯২ সালের অর্ডিনেন্স, যা বাংলায় অনুবাদ করা হয়েছে। এছাড়া কয়েকটি ধারায় সংশোধনী আনা হয়েছে। আগের আইন অনুযায়ী উন্নয়ন কাজের জন্য কোনও ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যেতো না। কিন্তু নতুন আইন পাস হলে, জনস্বার্থে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যাবে।  তবে উপাসনালয় স্থানান্তরের (পুনঃনির্মাণ) শর্তে অধিগ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত আইনের ৮ নম্বর ধারায় বলা হয়েছে, অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের বরাদ্দ টাকা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ ১২০ দিন সময় পাবে। এ আইনের আওতায় সরকার জমি অধিগ্রহণ করতে চাইলে জমির মালিককে বর্তমান বাজরদরের দুই গুণ (দুইশ শতাংশ) এবং  বেসরকারিভাবে অধিগ্রহণ করতে হলে তিন গুণ (তিনশ শতাংশ) বেশি টাকা পরিশোধ করতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জনস্বাস্থ্য উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ান রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ’ পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল। তার এ অর্জনে মন্ত্রিপরিষদ সায়মা হোসেনকে অভিনন্দন জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘জমি অধিগ্রহণ নিষ্পত্তির জন্য আদালতের (আরবিট্রেশন) প্রধান হবেন একজন যুগ্ম জেলা জজ। সংসদে পাস হওয়ার পর আইনটি কার্যকর হবে।’

—বাংলা ট্রিবিউন