সিলেটমঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুরমায় পানি বৃদ্ধি, সিলেটে বন্যার আশঙ্কা !

Ruhul Amin
এপ্রিল ৪, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

শাহিদ হাতিমী,সিলেট রিপোর্ট: কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের বিভিন্ন নদনদী,খালবি,হাওর তলিয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে পানি; তলিয়ে যাচ্ছে একের পর এক হাওর, বোরো ফসল। এভাবে পানি বৃদ্ধি হতে থাকলে আশংকা রয়েছে বন্যার। সুরমা ,কুশিরার পানি ক্রমেই বৃদ্ধিপাচ্ছে। সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে এখন কৃষকদের মধ্যে চলছে হাহাকার। ফসল হারিয়ে এসব এলাকা মানুষ কিংর্কতব্য বিমূড়। সিলেট জেলার ১০টি উপজেলায় কয়েক হাজার হেক্টর বোরো ধান ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির কারণে কৃষকরা ফসল ঘরে তোলার আশা প্রায় ছেড়েই দিয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জের চারটি উপজেলাজুড়ে বিস্তৃত দেখার হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে বোরো ধান তলিয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতির উন্নতি হয়নি। কৃষকরা ফসলের আশা ছেড়ে দিয়েছেন। বাঁধ ভাঙার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়ী করে তাদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন কৃষকরা। গত রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে সিলেটে। টানা বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, মৌসুমি ঝড় এবং শিলাবৃষ্টিও ছিল। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাত ৫ এপ্রিল পর্যন্ত চলবে।টানা বর্ষণে জনজীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন হাওরের নিম্নাঞ্চলগুলোর বোরোধানের বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া বড় আকারের শিলাবৃষ্টির কারণে পাকা ফসল ঝরে পড়ছে। ইতিমধ্যে জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসল পানির নিচে তলিয়ে গেছে।  কোম্পানীগঞ্জ উপজেলার দুই হাজার ২০৫ হেক্টর জমির বোরো ক্ষেত এখন পানির নিচে।
এদিকে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার বেশকয়েকটি উপজেলার ফসল তলিয়েগেছে।
সুনামগঞ্জের নিম্নাঞ্চল এবং পার্শবতী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ,কালিয়াজুড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন কৃষকরা। দু’দিন আগেই সুনামগঞ্জের জামালগঞ্জ,ধমৃপাশা,তাহিরপুর সহ টাংগুয়ার হাওর, দেখার হাওর, শনির হাওরসহ অন্যান্য হাওরগুলোর কয়েক হাজার হেক্টর বোরো জমি তলিয়ে গেছে পানিতে।স্বেচ্ছাশ্রম দিয়ে প্রাণপন চেষ্টা করেও হাওর রক্ষা বাঁধ টিকিয়ে রাখতে পারছেন না স্থানীয় কৃষকেরা। হাওর রক্ষা বাঁধের সাথে সংশ্লিষ্টদের গাফলতি ও দুর্নীতির কারনে এসব ক্ষতি হচ্ছে দাবি করে তাদেরকে গ্রেফতার ও শাস্তি প্রদানের আওতায় নিতে গতকাল দক্ষিণ সুনামগঞ্জের কৃষক-জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দিন-রাত থেমে থেমে মুষলধারার বৃষ্টির পানিতে ডুবে গেছে মৌলভীবাজার এর হাকালুকিসহ সিলেট ও হবিগঞ্জের সম্ভাবনাময় হাওর ও বোরোক্ষেতগুলো। কৃষকেরা পড়েছেন দুশ্চিন্তায়।