সিলেটবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফের চেয়ারে বসলেন মেয়র আরিফুল

Ruhul Amin
এপ্রিল ৬, ২০১৭ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  ফের মেয়রের চেয়ারে বসলেন সিলেটের আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা তিনটার দিকে তিনি সিলেটের নগরভবনে প্রবেশ করে নিজ দপ্তরে বসেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ চেম্বার আদালত বহাল রাখায় পদ ফিরে পান আরিফুল।

এসময় আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে অবিচার করা হয়েছিল। আমি বিচার পেয়েছি। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আমি মেয়রের চেয়ারে ফিরলাম।

গাড়ি দিয়ে নগর ভবনে পৌঁছালে তাকে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরসহ কর্পোরেশনের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন।

আরিফুল হক চৌধুরীর সিলেটের মেয়র পদে ফিরতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি বৃহস্পতিবার কার্যতালিকা থেকে বাদ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

গত রোববার সিলেটের মেয়র আরিফকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এই আদেশ পাওয়ার পর মেয়র আরিফুল হক চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ মেয়র আরিফকে বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেন।

উল্লেখ্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে নাম থাকায় আরিফকে ফের সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।