সিলেটবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলামবিরোধী: মক্কার ইমাম

Ruhul Amin
এপ্রিল ৬, ২০১৭ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা থেকে আহমাদুল হক,কায়সান মাহমুদ: বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশার কথা বলেছেন মক্কার মসজিদুল হারামের সিনিয়র ইমাম মোহাম্মদ বিন নাসির আল খুজায়েম। তিনি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশ ঐক্যবদ্ধভাবে লড়ছে। এই লড়াই আরও কার্যকরভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা সম্মেলনে যোগ দিয়ে মক্কা শরিফের ইমাম এ কথা বলেন। মদিনা শরিফের মসজিদে নববির ইমাম আবদুল মহসীন বিন কাশেমও এই সমাবেশে বক্তব্য রাখেন। তারা দুই জনই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এই দুইজনই বক্তব্য দেন আরবিতে। সঙ্গে সঙ্গে সেই বক্তব্য বাংলায় অনুবাদ করে দেন একজন।এই অনুষ্ঠানে যোগ দেন মক্কার মসজিদুল হারাম (ক্বাবা ঘর) সিনিয়র ইমাম মোহাম্মদ বিন নাসির আল খুজায়েম এবং মদিনার মসজিদে নববির ইমাম ইমাম আবদুল মহসীন বিন কাশেমও।সৌদি আরবের দুই ইমামকে এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরেবাংলাদেশে আসায় তাদেরকে ধন্যবাদও জানান তিনি। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সৌদি আরবের বাদশাহর ভুয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের বিরুদ্ধে যেকোন পদক্ষেপে বাংলাদেশ সৌদি আরবের পাশে আছে এবং একসঙ্গে কাজ করবে।এই আয়োজনে সৌদি আরবের দুই খতিব বলেন, ইসলাম কখনও জঙ্গিবাদে বিশ্বাস করে না, নিরীহ মানুষকে হত্যা সমর্থন করে না। তাদের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা যে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম করে যাচ্ছি, কঠোর অবস্থান নিয়েছি। তারা যে বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্য শান্তি প্রতিষ্ঠায় আরও সহজ করবে, সুদৃঢ় করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যদি প্রশ্ন করি, এই যে সন্ত্রাস জঙ্গিবাদ তাতে লাভবান হয় কারা? যারা অস্ত্র তৈরি করে, বিক্রি করে তারা লাভবান হয়। কিন্তু এই লাভটা কার জন্যে মুসলমান মুসলমানদের রক্ত নিচ্ছে, হত্যা করছে। মুসলমানদের রক্তের বিনিময়ে অন্যরা লাভবান হচ্ছে-এটা কি ধরণের কথা?’।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ সারা বিশ্বের সমস্য। আমি সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানাই তিনি যে উদ্যোগ নিয়েছেন বিশ্বের যারা শান্তিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস দমনে ভুমিকা রেখে যাচ্ছেন। এটাই বলতে চাই, সন্ত্রাস জঙ্গিবাদ দমনের জন্যে বাংলাদেশ সবসময় সৌদি বাদশাহর পাশে থাকবে এবং এক হয়ে কাজ করবে। যাতে আমাদের পবিত্র ধর্মের সম্মান কেউ ক্ষুন্ন করতে না পারে।’

শেখ হাসিনা বলেন, ‘ইসলাম ধর্ম পবিত্র ধর্ম। এই ধর্মকে হেয় করবে কলুষিত করবে সহ্য করতে পারি না। কেউ যাতে ইসলাম ধর্মকে হেয় করে কলুষিত করে কথা বলতে না পারে এরজন্যে আমাদের সোচ্চার হতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আক্রমণ করতে সব সময় ধর্মকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি ইসলাম থাকবে না। বিশেষ করে ৭৫ সালে কামাল জামালসহ আমাদের পরিবারের আঠারজন সদস্যকে হত্যা করা হয়। এই হত্যার পর থেকে আমরা দেখেছি, ধর্ম নিয়ে ব্যবসা হয়েছে, কিন্তু ইসলাম প্রচার প্রসারে কোন কাজ করা হয় নাই। স্বাধীনতার পর মদ জুয়া রেস খেলা সব বন্ধ করে দিয়েছিলেন। ৭৫ যারা ক্ষমাতায় এসেছিল তারা মদের লাইসেন্স দিয়ে দেয়। হজে পাঠানোর জন্য হিজবুল বাহার নামের একটি জাহাজ কেনা হয়েছিল। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর সেটাকে প্রমোদতরী হিসেবে ব্যবহার করা হয়েছিল। মুখে ইসলামের নাম আর কাজে ইসলামবিরোধী কাজ। জঙ্গিবাদ সন্ত্রাসের উত্থান তারা ঘটায়।’ এই সমাবেশ উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং আলেম ওলামারা আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুরের পর সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই আলেমদের স্রোত ছিল সোহরাওয়ার্দী উদ্যানমুখী। দুপুরের আগে আগেই ভরে যায় সমাবেশ স্থল। এই সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন সড়কে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। ফলে তৈরি হয় যানজট।

মদিনা শরিফের খতিব বলেন, ‘ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা একত্রিত হয়ে যিনি দেশ পরিচালনা করছে, তোমরা ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে মজবুত করবে। এটা আল্লাহর আদেশ।’ তিনি বলেন, ‘আমাদের ধর্ম আমাদেরকে ভাতৃত্বের শিক্ষা দেয়, একে অপরের সঙ্গে মিলেমিলে থাকার শিক্ষা দেয়। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করবে। একে অপরকে শ্রদ্ধা করবে।’

এই আলেম বলেন, ‘ইসলাম এমন এক ধর্ম, যেটা বুঝা অতি সহজ, আমল করা অতি সহজ। …ইসলাম হচ্ছে বিশ্বের সকল মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে ক্ষমা করার ধর্ম, একে অপরকে শ্রদ্ধা করার ধর্ম। ইসলামের উন্নতি হবে শিক্ষার মাধ্যমে একে অপরকে শ্রদ্ধার মাধ্যমে, ভাতৃত্বের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে।’

আবদুল মহসীন বিন কাশেম বলেন, ‘প্রতিবেশীর হক আদায় করা, মা-বাবার কথা মানতে হবে। এটা যদি আমরা করি, তাহলে ইসলাম উন্নতির দিকে অগ্রসর হবে।’ তিনি বলেন, ‘ইসলাম হচ্ছে বিধর্মীদেরও মহব্বত করা, এতিম, অসহায়দেরকে সাহায্য করা। এভাবে আমরা আমল করলে আমাদের ইসলাম উন্নতির দিকে ধাবিত হবো।’