সিলেটশুক্রবার , ৭ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে হাসিনা-সুষমা বৈঠক

Ruhul Amin
এপ্রিল ৭, ২০১৭ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।  শুক্রবার বিকালে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।এর আগে বেলা একটার দিকে দিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তাকে  মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। চার দিনের এই সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেই প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক হলো।সফরসূচি অনুযায়ী এরপর রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রধানমন্ত্রীর সংবর্ধনার অনুষ্ঠান রয়েছে।শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি উদ্দেশে রওনা দেন।