সিলেটশনিবার , ৮ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূমিহীনদের টাকা হাতিয়ে নিলেন সিসিক কাউন্সিলর শামীমা স্বাধীন!

Ruhul Amin
এপ্রিল ৮, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সরকারিভাবে ভূমিহীনদের জায়গা দেওয়া হবে। এজন্য ভূমিহীনদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আবেদন জমা দিতে লাগবে নির্দিষ্ট অঙ্কের টাকা। এসব কথা বলে সাধারণ ভূমিহীনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে এক নারী কাউন্সিলরের বিরুদ্ধে। শামীমা স্বাধীন নামের ওই নারী সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সংরক্ষিত ১৯, ২০, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর। এসব ওয়ার্ডের কয়েকটি স্থান থেকে আরেক মহিলার মাধ্যমে তিনি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। তবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে কাউন্সিলর শামীমা স্বাধীনের বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, গত কয়েকদিন ধরে সিলেট নগরীর খরাদিপাড়াস্থ আনন্দ ২০নং বাসার জেসমিন চৌধুরী ২০নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত দক্ষিণ বালুচর ও খরাদিপাড়া এলাকার শতাধিক ভূমিহীন মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন। সরকারিভাবে ভূমিহীনদের জায়গা দেওয়া হবে, এমন কথা বলে কারো কাছ থেকে এক হাজার, কারো কাছ থেকে দেড়-দুই হাজার টাকাও নিচ্ছিলেন তিনি। শতাধিক ভূমিহীন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলেন তিনি। এসব ভূমিহীনদের কাছ থেকে জায়গা বরাদ্দ দিতে সরকারের প্রতি লেখা আবেদনপত্রও সংগ্রহ করেন তিনি।

শুক্রবার জুমআ’র নামাজের পর ২০নং ওয়ার্ডের মুরব্বিরা বিষয়টি স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে অবহিত করেন। কাউন্সিলর আজাদ এ ব্যাপারে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। এমনকি সিটি করপোরেশন থেকেও এ ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। এসময় স্থানীয় লোকজন জেসমিন চৌধুরীর ফোন নাম্বার দেন কাউন্সিলর আজাদকে। জেসমিন চৌধুরীকে ফোন করে নিজের কার্যালয়ে ডেকে আনেন আজাদ। ভূমিহীনদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জিজ্ঞেস করলে জেসমিন তা স্বীকার করেন।

কাউন্সিলর আজাদকে তিনি বলেন, ‘কাউন্সিলর শামীমা স্বাধীনের কথায় আমি ভূমিহীনদের কাছ থেকে টাকা নিয়েছি। সে টাকা তাকেই দিয়েছি, আমি কোন টাকা রাখিনি।’ তৎক্ষণাত শামীমা স্বাধীনকে ফোন করেন কাউন্সিলর আজাদ। এসময় শামীমা স্বাধীন কাউন্সিলর আজাদকে বলেন, ‘ভাই, বিষয়টি আপাতত থাক। এ নিয়ে পরে আপনার সাথে কথা বলবো।’

এ ব্যাপারে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সিলেটভিউ২৪ডটকমকে বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি শোনার পর আমি অভিযুক্তদের সাথে কথা বলেছি। ভূমিহীনদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে সরকারিভাবে কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোন নির্দেশনা নেই।’

তিনি আরো বলেন, ‘এলকাবাসীর অভিযোগে জেসমিন চৌধুরীর নামের মহিলাকে আমার কার্যালয়ে ডেকে আনি। তিনি জানান, কাউন্সিলর শামীমা স্বাধীন তাকে দিয়ে টাকা সংগ্রহ করিয়েছেন। আমি শামীমা স্বাধীনের সাথে যোগাযোগ করলে তিনি তৎক্ষণাত বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।’

এ ব্যাপারে অভিযুক্ত নারী কাউন্সিলর শামীমা স্বাধীনের বক্তব্য জানতে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি। –সিলেটভিউ