সিলেট ১৬ই আগস্ট, ২০২২ ইং | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭
বিনোদন ডেস্ক :
মান-অভিমান ভুলে শাকিব খান ও অপু বিশ্বাস এক হয়েছিলেন বুধবার রাতে। এবার শুক্রবার সন্ধ্যায় তারা দুজন পয়লা বৈশাখ উদযাপন করলেন একসাথে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। এ আয়োজনের মধ্যস্থতাকারী ছিলেন প্রযোজক ইকবাল হোসেন জয়। ইকবাল হোসেন জয় বলেন, এ সময় তারা একান্তে দুই ঘন্টার মত কাটান। শাকিব তার ছেলে আব্রাহামকে কোলে নিয়ে আদর করেন।’
শাকিব সাদা রঙের উপর মাল্টিকালারের কাজ করা পাঞ্জাবি পরিহিত ছিলেন এবং অপু সোনালী রঙের জামা পরেছিলেন।
অপুর সাথে সময় কাটানো শেষে শাকিব ‘রংবাজ’এর মহরতে আসেন। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন বুবলি। এটি প্রযোজনা করছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com