সিলেটবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতে বাড়ছে অবৈধ সংযোগ

Ruhul Amin
এপ্রিল ২০, ২০১৭ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

পিংকু দাস,ফেঞ্চুগঞ্জ থেকে:  সিলেট কদমতলী গোটাটিকর পল্লী বিদ্যুৎ পি.বি.এস ০১ এর আওয়তাধিন,ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিসের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ পাওয়াগেছে।
জানাগেছে, পল্লী বিদ্যুতের অসাধু কিছু কর্মকর্তা ও কর্মচারীদের  যোগসাজশে অবৈধভাবে সাইট কানেকশনের নামে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের মাত্রা বেড়েগেছে। অবৈধ লাইন ব্যবহারকারিদের সঙ্গে গোপনে হাত করে মাসোহারা নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনার ধান্ধায় আছেন তারা। গত ২২-০১-২০১৭ ইং তারিখে একটি অভিযোগ পাওয়া যায়, লাইন ম্যান গ্রেড-১ মোঃজামাল উদ্দিন মোলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২নং উওরভাগ ইউনিয়নের লালাপুর গ্রামের,মোঃআব্দুল খালিকের কাছ থেকে নগদ ১৫,০০০(পনের হাজার)টাকা গ্রহন করে পুরাতন ষ্টীল কুটি সরিয়ে অবৈধ ভাবে একটি এসপিসি পোল স্হাপন করেন।সাময়িকভাবে বরখাস্তকালিন সময়ে জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগসমূহ তদন্ত করার জন্য তদন্ত কমিটি গটন করা হয়। গত ০২/০৪/১৭ ইং তারিখে একি উপজেলার হলদিগুল গ্রামের মোঃআব্দুল আজিজ  জানান ০৫-০১-২০১৭ ইং তারিখে নিজ বাড়িতে পল্লী বিদ্যুতের ১টি মিটার,পল্লী বিদুতের কর্মকর্তা ও কর্মচারীরা সংযোগ দিয়ে,প্রায় ২৫মিনিটের মধ্যে মিটারটি জ্বলে নষ্ট হয়ে যায়। তিনি বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে জানালে পরের দিন আসছি বলেই ৩ মাস চলে গেল।এই মিটার থেকে প্রায় ৩ মাস ধরে বিদ্যুৎ জ্বালাচেছন কিন্তু  মোঃআব্দুল আজিজর পল্লী বিদ্যুতের কোনো বিল আসেনা।তিনি আরো বলেন মিটারটি ১৫০ ফুটে লাগিয়ে দেওয়ার জন্য এক জন পল্লী বিদ্যুতের অবৈধ কর্মচারীর সাথে চুক্তি করেন ১০,০০০ টাকা ।বিষয়টি ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিসের (এজি এম)এন্ড এম মোঃমহিউদ্দীনকে জানানো হয়েছে।তদন্ত শেষে মূল বিষয় টা জানাযাবে।