সিলেটরবিবার , ২৩ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় সিলেট বিভাগে ৩ লাখ ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত

Ruhul Amin
এপ্রিল ২৩, ২০১৭ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :  আগাম বন্যায় সিলেট বিভাগের ফসল তলিয়ে যাওয়ায় সিলেট বিভাগের চার জেলার ৩ লাখ ৪১ হাজার ১৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সুনামগঞ্জ জেলায় ১ লাখ ৭১ হাজার ৮৭০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, সিলেটে ১ লাখ ৩ হাজার ১০৪ জন, মৌলভীবাজারে ৩০ হাজার ৮২৮ জন এবং হবিগঞ্জে ৩৫ হাজার ২১১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষি বিভাগ আরো জানায়, ২৩ এপ্রিল পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৬৭২ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৫৭ হাজার ২৮৯ হেক্টর, সিলেট জেলায় ৩৪ হাজার ৩৭৯ হেক্টর, মৌলভীবাজার জেলায় ১০ হাজার ২৭৭ হেক্টর এবং হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৭৩৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ড. মামুনুর রশীদ।