সিলেটসোমবার , ২৪ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জমিয়ত নেতা উবায়দুল্লাহ ফারুক সিলেটে সংর্বধিত

Ruhul Amin
এপ্রিল ২৪, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বর্তমানে ইসলাম ও মুসলমানদের উপর একের পর এক আঘাত আসছে। ঐসব আঘাত ইসলাম মুসলমানদের বিরোদ্ধে গভীর ষড়যন্ত্র। এক শ্রেণির নাস্তিক-মুর্তাদ ও উদ্রবাদী ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে। তিনি বলেন, ইনু, মেনন, বাদল সহ বামপন্থী নেতারা যেভাবে আল্লামা আহমদ শফী সহ উলামায়ে কেরামের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে দৃষ্টতা দেখিয়েছে ঐসব বামপন্থী নাস্তিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাওলানা ফারুক আরো বলেন, ঢাকা মসজিদের নগরী। এই নগরীতে কোন অবস্থাতেই গ্রিক দেবীর মূর্তি থাকতে পারে না। গ্রিক দেবীর মূর্তি অপসারণে প্রধানমন্ত্রী আশ^াস দিয়েছেন। দেশবাসী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রী দ্রুত সুপ্রীম কোর্টের সামন থেকে মূর্তি অপসারণ করবেন। অন্যথায় দেশের ধর্মপ্রাণ মুসল্লী আন্দোলন করতে বাধ্য হবে।
তিনি জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের যোগদান শেষে
২৪ এপ্রিল সোমবার সিলেট এসে পৌছলে জেলা জমিয়ত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জমিয়তের উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল আজিজ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ বিশ^নাথী, মুফতী এবাদুর রহমান, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সৈয়দ সালিম কাসেমী, মাওলানা ছদরুল আমীন, মাওলানা শরীফ আহমদ শাহান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক রোটারিয়ান মুহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা এনামুল হক, আহমদুল হক উমামা, মাওলানা খবির খান, মাওলানা আশিকুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এমদ উদ্দিন সালিম, ইমরান আহমদ, ফয়েজ উদ্দিন খান, মুজাহিদুল ইসলাম, হোসাইন আহমদ চৌধুরী, নোমান সিদ্দিক, হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ মনসুর বিন সালেহ, মাওলানা খলিলুর রহমান, আজির উদ্দিন, লোকমান হাকিম, হাফিজ আব্দুল করিম হেলালী, আবু বকর সিদ্দিক, দেলোয়ার হোসেন ইমরান, আনোয়ার বিন মুকাদ্দছ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, হাবিবুর রহমান, আমীর হোসেন, হাফিজ হাবিব আহমদ প্রমুখ।
এর আগে সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছালে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে বিপুল সংখ্যক জমিয়ত কর্মী ফুলেল শুভেচ্ছা জানান।