সিলেটমঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

Ruhul Amin
এপ্রিল ২৫, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর সংবাদদাতা:

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা স্রোতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দিঘিরপাড় এলাকায় সোনাই নদীর উপর নির্মিত ব্রীজটি ভেঙ্গে পড়েছে। এতে বহরা ও আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার গভীর রাতে পাহাড়ি ঢলে ব্রীজটি ভেঙ্গে যায়। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও এলাকাবাসী চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোনাই নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এতে করে ব্রীজটি দুর্বল হয়ে শনিবার গভীর রাতে ধসে পড়ে।
স্থানীয় লোকজন জানান, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় বহরা ও আন্দিউড়া ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহরা ইউনিয়নের অনেক ছাত্র- ছাত্রী দিঘিরপাড় ও সুলতানপুর হাই স্কুলে পড়াশোনা করে। ব্্রীজটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। দ্রুত ব্রীজটি মেরামত করা না হলে শিক্ষার্থী রা বিপাকে পড়বে ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জানান, ব্রীজটি আন্দিউড়া ও বহরা ইউনিয়নের লোকজনদের যোগাযোগের জন্য নির্মাণ করা হয়। এই ব্রীজটি ভেঙ্গে পড়ার কারণে শিক্ষার্থীসহ দুই এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়েছে। ব্রীজটি দ্রুত নির্মাণের দাবি জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য ধনু মিয়া বলেন, উজান থেকে নেমে আসা ঢলে গত শনিবার রাতে ব্রীজটি ধসে যায়। এতে করে বহরা ও আন্দিউড়া ইউনিয়নের দুই অঞ্চলের লোকজনদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করা হয়।