সিলেটরবিবার , ৭ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা শফীর সঙ্গে বিএনপি নেতার বৈঠক নিয়ে গুঞ্জন

Ruhul Amin
মে ৭, ২০১৭ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল হক,সিলেট রিপোর্ট:   হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বিএনপির শীর্ষমহলের যোগাযোগ অব্যাহত রয়েছে। ধারনা করা হচ্ছে বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দূত প্রেরণ করা হয়েছে। শাপলা চত্তরের বেদনাময় ট্রাজেডির সাথে সহমর্মিতা পোষন করে ভবিষ্যতে ‘বিচারের প্রতিশ্রুতি ব্যক্তকরতে’ আমিরে হেফাজতের সাথে  বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সুত্রমতে গতকাল (৬ মে) শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আল্লামা আহমদ শফীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  এনিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুনা যাচ্ছে। বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় বলে সাংবাদিকদের জানান মীর নাছির। তিনি বলেন, আল্লামা আহমদ শফী ইসলামের প্রতি দরদিদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন এবং যে কোনো ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, সদস্য সচিব সোলাইমান মনজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন আলী, শ্রমিক দল নেতা জসিম, দিদারুর আলম, জাহাংগির আলম, পৌরসভা যুবদল নেতা আবদুর মন্নান দৌলত, আবু সাইদ, সোহেল সিদ্দিকী, ফোরকান বাচ্চু, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ হাছান প্রমুখ। বৈঠকে আলোচনা শেষে দেশ, জাতি ও জনগণের শান্তি কামনায় মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লামা শফীসহ দেশের র্শীষ আলেমদের এক সম্মেলনে কওমী সনদের স্বীকৃতি ঘোষণার পরে বিএনপির মধ্যে অনেকটা হতাশা বিরাজ করছে। হেফাজতের সাথে যুক্ত ইসলামী  সংগঠন সমুহের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বিএনপি। তবে হেফাজতের সাথে আচেন এবং সক্রিয় রাজনিতির ময়দানে ও আছেন এমন একটি দলের এক র্শীষ নেতা সিলেট রিপোর্টকে জানান, আওয়ামলিীগের সাথে কোন প্রকার জোট হবেনা, তবে আমরা চাচ্ছি বেগম খালেদা জিয়ার কিছু আচরণ সংশোধন করতে! কি্ আচরণ ? এমন প্রশ্নের জবাবে ২০ দরয়ি জোটের শরীকদলের ঐ নেতা জানান, বেগম জিয়ার মাথায় কাপড় দেয়াসহ কয়েকটি শরয়িা আইন প্রণয়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রকরে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত হলেই ইসলামী সংগঠন গুলো ২০ দরয়ি জোটে সক্রিয় হবে অন্যথায় তারা বিকল্প পথ খঁজতে পারেন।’  তবে ইসলামী সংগঠন সমুহের অভিভাবক হিসেবে আল্লামা শফী এমন কোন শর্ত বিএনপিকে দিযেছেন কিনা এব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ২০ দলীয় জোটের প্রভাবশালী সংগঠন জমিয়তে উলামাযে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমীর নিকট এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, হেফাজত একটি অরাজনৈতিক ঈমানী সঙগঠন ,এখানে রাজনীতি তালাশ করাটা ঠিক নয়। জমিয়তে উলামায়ে ইসলাম একটি সিয়াছি সংগঠন, সুতরাং দলীয় ইস্যুতে জমিয়তের মনোভাব ভিন্ন। দেশ ও দ্বীনী স্বার্থে জমিয়ত সংসদীয় রাজনীতিতে ফ্যাক্টর। আগামিিনির্বাচনের র্ফমুলা নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। কিছুদিন আগে রাষ্ট্রপতির সাথে সংলাপে আমাদের দাবী উথ্হাপন করেছি’।