সিলেটবুধবার , ১০ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্ক সিটি কাউন্সিলে হেলাল শেখকে নির্বাচিত করার আহ্বান

Ruhul Amin
মে ১০, ২০১৭ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

 
নিউইয়র্ক থেকে রশীদ আহমদঃ  নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি নির্বাচিত করার প্রত্যয়ের মধ্য দিয়ে সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখের  ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসে। গত ৬ মে শনিবার রাতে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি এ ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে।ফান্ডরেজিং ডিনারে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, নিউ ভিশান, নিউ ডিরেকশান – এ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২  ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুনের সভাপতিত্বে এবং ডা. নাহিদ খানের পরিচালনায় এ অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মো. এন মজুমদার, ব্যান্ডস’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শহিদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আব্দুল হাসিম হাসনু,সিলেট ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি জুনেদ আহমদ চৌধুরী,বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর  সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন,ফ্রেন্ডস অফ হেলাল এ শেখ ফান্ডরেজিং কমিটির মেম্বার সেক্রেটারী আতাউল গনি আসাদ, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম,ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ, ভোরের কাগজের নিউইয়র্ক প্রতিনিধি শামিম আহমেদ, উলামা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, ব্রঙ্কস বাংলাদেশএসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্যান্ডস’র সাধারণ সম্পাদক শামিম মিয়া, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সাবেক আহবায়ক জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশী আমেরিকানউইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট মোহতাসিম বিল্লাহ তুষার, রাশেদুল ইসলাম শিশু, বুরহান উদ্দিন, চৌধুরী, মোমিত তানিম, কবি জুলি রহমান, পলি শাহিনা, অনুপ কুমার, মনিকাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।হেলাল আবু শেখ এর তার সমর্থনে আয়োজিত ব্যতিক্রমী এ ফান্ড রেইজিং ডিনারে বাংলাদেশী কমিউনিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাকে সমর্থনের জন্য তিনি বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়াতে হবে। নিশ্চিত করতে হবে তার বিজয়। নির্বাচিত হলে তিনি সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবেন। সে অধিকার ভোগের জন্যে প্রয়োজন সকলের সচেতনতা।অনুষ্ঠানে কতিা আবৃত্তি করেন কবি জুলি রহমান ও পলি শাহিনা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনুপ কুমার।