সিলেটরবিবার , ১৪ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রেইনট্রি হোটেলে কেন মদ পেল না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

Ruhul Amin
মে ১৪, ২০১৭ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বনানীর আলোচিত রেইন ট্রি হোটেলে অভিযান চালিয়ে কোনো মাদক দ্রব্য খুঁজে পায়নি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অথচ ২৪ ঘণ্টা যেতে না যেতেই একই হোটেল থেকে মদ উদ্ধার করলো শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন পেল না?
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় অধিদপ্তরের দুই কর্মকর্তার সঙ্গে। এদের একজন ব্যাখ্যা দিলেন এভাবে, ‘হোটেলটি তো আর কম বড় না। ১০ তলা হোটেল। এতবড় হোটেলে তারা কোন জায়গায় মাদক রেখেছে তা তো আমরা জানি না।’

যে অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং কাজই হচ্ছে মাদক উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া-তারা যদি কোথাও থেকে মাদক খুঁজে না পায় এবং অন্য কোনো সংস্থা যদি পায়, তাহলে এই সংস্থার প্রতি মানুষের আস্থা কমে কি না-জানতে চাইলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘অনশ্যই কমে।’ তবে এ বিষয়ে আর কোনো বক্তব্য না দিয়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এরপর যোগাযোগ করা হয় অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল (শনিবার) আমরা সারাদিন ধরে রেইন ট্রি হোটেলে অভিযান চালিয়াছি। এই অভিযানে আমরা কোনো মাদকদ্রব্য পাইনি। আমরা হোটেলের পয়েন্টে পয়েন্টে তল্লাশি চালিয়েছি। আর হোটেল তো আর কম বড় না। তবে আমরা সব জায়গায় তল্লাশি করেছি।’

শুল্ক গোয়েন্দারা তাহলে কীভাবে পেল-জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, ‘তারা পেতেই পারে। তবে গতকালের অভিযানে আমাদের কোনো গাফিলতি ছিল না।’

জানতে চাইলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশের আলম ঢাকাটাইমসকে বলেন, ‘প্রতিটি অভিযানেই আমরা বাইরের লোক রাখি। গতকালকের অভিযানেও তিন জন সাংবাদিককে রেখেছিলাম। আমাদের এই টিমটি তন্নতন্ন করে পুরা হোটেলটি তল্লাশি করেছে। কিন্তু কিছু পায়নি। এখন আজ শুল্ক বিভাগের লোকেরা কীভাবে মদ পেয়েছে, সেটা আমাদের কাছে বিস্ময়। তারা হয়ত গোপন কোনো তথ্য পেয়ে হয়ত অভিযানে গিয়েছে।’

আইন অনুযায়ী বাংলাদেশে সাধারণের কাছে মদ বিক্রি নিষিদ্ধ হলেও লাইসেন্সধারী বা বিদেশিদের কাছে বিক্রির জন্য কোনো কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়। তবে হোটেল রেইন ট্রির সেই অনুমোদন নেই। তার পরও সেখানে মদ বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি এই হোটেলটি আলোচনায় এসেছে দুই তরুণীতে সেখানে ধর্ষণের অভিযোগ উঠার পর। গত ৬ মে করা একটি মামলায় এক তরুণী অভিযোগ করেছেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ তাদেরকে আটকে রেখে ধর্ষণ করেছেন। তার আগে জন্মদিনের পার্টিতে তাদেরকে মদ খাওয়ানো হয়।

তবে রেইন ট্রি হোটেল কর্তৃপক্ষ শনিবারই জানিয়েছে, তাদের মদ বিক্রির লাইসেন্স নেই এবং তারা সেটা বিক্রি করেও না। এই দাবির পর দিনই তাহলে কীভাবে মদ পাওয়া গেল-সে ব্যাখ্যা অবশ্য রেইন ট্রি হোটেল কর্তৃপক্ষ দেয়নি।—
ঢাকাটাইমস