সিলেটসোমবার , ১৫ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

“চেতনার বাতিঘর”গ্রন্থের মোড়ক উন্মোচন

Ruhul Amin
মে ১৫, ২০১৭ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজামউদ্দীন আদনান,ঢাকা থেকে: জমিয়তে উলামাযে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঢাকা মহানগর হেফাজতের আমির ও বেফাকের অন্যতম সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা নুর হোছাইন কাসেমী বলেছেন, মাওলানা মুহিউদ্দীন খান (র) আমাদের আকাবিরদের একজন। তাফসীরে মারিফুল কুরআন,মাসিক মদীনা, অসংখ্য ধর্মীয় বই পুস্তক রচনাসহ বহুমুখী দ্বীনী খেদমত করেগেছেন। দেশ ও জাতির কল্যানে তার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সোমবার (১৫ মে) রাজধানীর পুরানাপল্টস্থ জমিয়ত মিলনায়তনে ফখরে মিল্লাত মাওলানা মুহিউদ্দীন খান রহঃ এর জীবন গ্রন্থ “চেতনার বাতিঘর”গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক,জমিয়তের কেন্দ্রীয় শিল্পও বানিজ্য বিষয়ক সম্পাদক ,মুসলিম জাহান পত্রিকার সম্পাদক আলহাজ্ব মস্তফা মঈন উদ্দিন খান। মাসিক মদীনার বর্তমান সম্পাদক আলহাজ্ব আহমদ বদর উদ্দীন খানের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মুফতি নাসির উদ্দীন খান,কবি খালেদ সানোয়ার,হাফেজ ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা দ্বীনী আন্দোলনের ময়দানে মরহুম মাওলানা মুহিউদ্দীন খানের অবদান বিশেষ করে জমিয়তের কর্মতৎপরতাবৃদ্ধির জন্য মহাসচিব নির্বাবাহী সভাপতির দায়িত্ব পালন করেন। বেফাক প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অনেক কোরবানী করেছেন।