সিলেটশুক্রবার , ১৯ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তথ্য প্রযুুক্তি আইনে মামলা, সিলেটে ২ জন গ্রেফতার

Ruhul Amin
মে ১৯, ২০১৭ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট বন্দরবাজার মুদ্রন ব্যবসায়ী প্রতিষ্ঠান কাতিব মিডিয়া ও বোখারা মিডিয়ার স্বত্বাধিকারী যথাক্রমে ইনাম বিন সিদ্দিক ও আবুল কালামের বিরুদ্ধে  অনলাইনে (ফেসবুকে) মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুুক্তি আইনে মামলা হয়েছে। মামলায় সিটি মার্কেটের দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরবাজার সিলেট সিটি মার্কেটস্থ ( কাতিব কম্পিউটার) থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিটি মার্কেটের কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ইনাম বিন সিদ্দিক ও শাহ আনহার ইসলাম। কেতায়ালী থানার এস আই অনুপকুমার জানান, গ্রেফতারকৃত দুইজনসহ ৬ জন মুদ্রণ ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন আখালিয়া সোনালী আবাসিক এলাকার বাসিন্দা ও মদিনা মার্কেটের ব্যবসায়ী বদরুল বিন আফরোজ। অভিযুক্তরা হলেন- কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ইনাম বিন সিদ্দিক, বোখারা মিডিয়ার আবুল কালাম আজাদ, শাহজালাল সিপিটির ম্যানেজার সাইফ রাহমান, কাতিব মিডিয়ার আমজাদুস সামাদ উজ্জ্বল, শাহ আনহার ইসলাম ও এহসান বিন সিদ্দিক। এর মধ্যে বৃহস্পতিবার দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মদিনা মার্কেটের সিসি ক্যামেরা ব্যবসায়ী বদরুল বিন আফরোজের কাছ থেকে বাকিতে সিসি ক্যামেরা ও থাই ক্রয় করেন কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ইনাম বিন সিদ্দিক। পরবর্তীতে এই পাওনা টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আসামীরা পরস্পর যোগসাজসে ফেসবুকে একযোগে তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করতে থাকেন। বিষয়টির প্রতিকার চেয়ে গত ৬ মে কোতয়ালী মডেল থানায় একটি জিডি (নং ৪১৪) করেন বদরুল বিন আফরোজ। জিডি করার পর আসামীরা ফেসবুকে নানাভাবে তার বিরুদ্ধে আরো বেশি মানহানীকর বক্তব্য প্রচার করায় তিনি সামাজিকভাবে অপদস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মামলা দায়ের করেন।