সিলেটরবিবার , ২১ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার হাত থেকে ল্যাপটপ নিলেন কামরান

Ruhul Amin
মে ২১, ২০১৭ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা  শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের প্রত্যেক সাংগঠনিক জেলার জন্য একটি করে ল্যাপটপ প্রদান করেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাত থেকে সেই ল্যাপটপ গ্রহণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

ল্যাপটপটি সাংগঠনিক কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কামরান।

এর আগে বর্ধিত সভায় সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের এমপিদের সমালোচনা করে কামরান বলেন, ‘আমাদের সিলেট বিভাগে মোট ১৯টি আসন। সেখানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে বিজয়ী করতে তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীর ঘাম ঝড়েছে। কিন্তু, বিজয়ী হয়ে সেসব এমপিদের সঙ্গে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ফারাক তৈরি হয়েছে।’

আগামীতে চুলচেরা বিশ্লেষণ করে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো কমিটি দেওয়ার সময়ে আমাদের অন্তর্ভুক্ত করে কমিটি দেয় না। ঢাকা থেকে কমিটি দেয় আমরা জানি না, চিনি না। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে সংগঠন।