সিলেটসোমবার , ২২ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় অন্তিম শয়ানে সমাহিত আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

Ruhul Amin
মে ২২, ২০১৭ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব,জমিয়তে উলামায়ে ইসলামবাংলাদেশের সাবেক সাহিত্য সম্পাদক,প্রবীণমুহাদ্দিস, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর দাফন সম্পন্ন হছে। রোববার সকাল ০৯.৪৫ মিনিটে ময়মনসিংহ জেলা তারাকান্দা থানার অন্তর্গত বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গায় তার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন। দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়। উপস্থিত উলামাগণ দাফন পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

ফুলপুর গোদারিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আবদুল খালেক এর সঞ্চালনায় এতে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন মুফতি আহমদ আলী, মাওলানা লাবীব আবদুল্লাহ, মুফতি আবদুস সালাম, মালিবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহ, মরহুমের ছোট ভাই মুফতি তৈয়ব, মাওলানা নজরুল ইসলাম, মরহুমের ছেলে মাওলানা সাজিদ, মাওলানা দেলোয়ার, মাওলানা খায়রুল ইসলাম সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

মরহুমের জানাযা মালিবাগ জামিয়ায় গতকাল এশার নামাযের পর মালিবাগ মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ায় নিজ গ্রামে আর জানাযা হয়নি। জানাযায় ইমামতি করেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী।

স্থানয়ি জনগন ২য় বারে জানাযা পড়তে চাইলে এ নিয়ে এলাকাবাসীর মাঝে আক্ষেপ লক্ষ করা গেলে, বৃহত্তর ময়মনসিহের প্রবীন আলেমেদ্বীন ময়মনসিংহের মিফতাহুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি আহমদ আলী এলাবাসীর উদ্দেশ্যে বলেন, জানাযা ফরযে কেফায়া এটা একবারিই পড়তে হয়,২য় জানাযার কোন নিয়ম নেই। তাই দ্বীনের জন্য আমরা নিজেদের ইচ্ছা কে মিটিয়ে দিব। দাফনের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রসঙ্গত, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া  শনিবার  (২০ মে)  সকালে রাজধানীর কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেন। গত কিছুদিন আগে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আবারও হার্টস্ট্রোক করলে অবস্থার আরও অবনতি ঘটে। মুত্যুকালে তার বয়স হয়ছেলিো৬৩ বছর। স্ত্রী,৩ ছেলে,৩মেয়ে সহ অসংখ্য ছাত্র,ভক্ত অনুসারী রেখেযান। ১৯৫৪ সালরে ৫ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী খান্দানে তিনি জন্ম গ্রহণ করেন।

শোক প্রকাশ :  মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মোমিন,মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসেমী,যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া,সেক্রেটারী মাওলানা গোলাম মাওলা, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন খান প্রমুখ।