সিলেট রিপোর্ট: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্যেশ্যে সৌদীআরব যাত্রা করেছেন। তিনি ২০শে মে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদীআরবের উদ্যেশ্যে যাত্রা করেন। সাবেক মেয়র কামরান সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ও তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
তিনি পবিত্র ওমরা হজ্ব পালন কালে আগামী ২৩শে মে জেদ্দাস্থ বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন ও ২৪ মে মদিনা শরীফে অবস্থান করবেন। কামরান আগামী ২৬শে মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে আসবেন।