সিলেটসোমবার , ২২ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘ধর্ষিতা’ শব্দ না বলার অনুরোধ হেফাজতে ইসলামের

Ruhul Amin
মে ২২, ২০১৭ ২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: ধর্ষণের শিকার নারীকে ‘ভিকটিম’ অথবা ‘নির্যাতিতা’ হিসেবে অবহিত করার অনুরোধ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিকদের প্রতি এ অনুরোধ করেছে সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিবৃতি পাঠানোর কথা স্বীকার করেছেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে বলা হয়, যৌন নির্যাতনের শিকার কোনো নারীকে ‘ধর্ষিতা’ বলাটা অবিচারের শামিল। কারণ ‘ধর্ষক’ এবং ‘ধর্ষিতা’- শব্দ দুটোই আমাদের সমাজে নেতিবাচক। তাই আমরা নির্যাতিতা নারীদের সম্মান ও ভবিষ্যত রক্ষার্থে ‘ধর্ষিতা’ শব্দের ব্যবহারের বিরোধী। তাই সাংবাদিকদের কাছে অনুরোধ তাদের ‘ধর্ষিতা’ বলে অভিহিত করবেন না, এটি নির্যাতিতা নারীর জন্য অবমাননাকর।

তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ছেলেদের সাথে অবাধ মেলামেশা করবেন না। পর্দা অথবা হিজাব পরিধান করে চলাফেরা করুন’। যা আপনাদেরকে তুলনামূলকভাবে আরও নিরাপদ করবে। আল্লাহকে ভয় করে এই ফরজ বিধান মেনে চলুন। দ্বীনদার নারীর ভূমিকা একটি রাষ্ট্র ও সমাজে অভাবনীয় সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ বয়ে আনে বলে আমরা বিশ্বাস করি। ’