সিলেটমঙ্গলবার , ৩০ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বসছে বাজেট অধিবেশন

Ruhul Amin
মে ৩০, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসছে আজ দুপুরে । এই অধিবেশনেই আগামী ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার বেলা ১১টায় সংসদের বৈঠক বসার আগে কার্য উপদেষ্টা কমিটিতে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। এছাড়া বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ করা হবে।

আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার চার লাখ কোটি টাকার ওপর হবে বলে অর্থমন্ত্রী এরইমধ্যে জানিয়েছেন। ২৯ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। ৩০ জুনের মধ্যে বাজেট পাসের বাধ্যবাধকতা রয়েছে। বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ সময় হয়ে থাকে। গত বছর বাজেট অধিবেশন ৩২ কার্যদিবসের ছিল।

সংসদের অন্যান্য অধিবেশন বিকালে বসলেও রোজার মাস হওয়ায় এ অধিবেশনের কার্যক্রম দিনের প্রথমভাগে শুরু হবে।

বাজেট পেশের আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে অর্থবিলের অনুমোদন দেওয়া হবে। পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই সময় সংসদ ভবনেই অবস্থান করবেন তিনি। এছাড়া অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য নির্ধারিত গ্যালারিতে বসে দেখবেন আবদুল হামিদ।

গত ১৪ মে সংসদের শুরু হতে যাওয়া অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। এর আগে গত ৮ মে শেষ হয় সংসদের পঞ্চদশ অধিবেশন। সংবিধানের নিয়ম রক্ষায় বসা ওই অধিবেশনের মেয়াদ ছিল পাঁচ কার্যদিবস।