সিলেটবুধবার , ৩১ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গরুকে জাতীয় পশু ঘোষণার পরামর্শ আদালতের

Ruhul Amin
মে ৩১, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: গরুকে জাতীয় পশু ঘোষণার পরামর্শ দিয়েছেন ভারতের রাজস্থান উচ্চ আদালত। বর্তমানে গরু হত্যার জন্য ভারতে তিন বছরের জেল দেয়া হয়। সেটি বাড়িয়ে যাবজ্জীবন করারও সুপারিশ করেছে আদালত।  

রাজস্থানের জয়পুরের হিনগোনিয়া গোশালার শতাধিক গরুর মত্যু নিয়ে শুনানির সময় বুধবার রাজস্থান উচ্চ আদালতের বিচারক মহেশ চন্দ্র শর্মা এসব সুপারিশ করেন। হিনগোনিয়ার ওই গোশালাটি ভারত সরকার পরিচালনা করে। গত বছর কয়েক সপ্তাহের মাথায় গোশালাটিতে খারাপ স্থাস্থ্য ও বিভিন্ন কারণে শত শত গরুর মৃত্যু হয়। পরে এ ঘটনার প্রতিবাদে আদালতে পিটিশন দায়ের করা হয়।  

হিনগোনিয়া গোশালা আট হাজারেরও বেশি গরু আছে। ১৪ জন নিরামিষাশীসহ আড়াইশ’র বেশি মানুষ এসব গরুর দেখাশুনা করে থাকেন। প্রতিবেদনে বলা হয়, রক্ষণাবেক্ষণে অনিয়মের কারণেই গরুগুলো মারা যায়।  

রাজস্থান উচ্চ আদালত শহর উন্নয়ন ও আবাসন সচিবকে প্রতি তিন মাসে একবার করে এবং পৌর কমিশনারকে প্রতিমাসে এক বার গোশালার ওপর প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া বন বিভাগকে প্রতি বছর গোশালায় পাঁচ হাজার গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

প্রসঙ্গত, কিছু দিন আগে গরুকে ভারতের ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি জানাল জমিয়তে উলামায়ে হিন্দ এর সভাপতি আল্লামা সৈয়দ আরশাদ মাদানী।
(এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে)