ডেস্ক রিপোর্ট:
সুলতানা কামাল একজন বাংলাদেশী নামধারী মানবাধিকারকর্মী এবং রাজনীতিবিদ। পাশাপাশি একজন উগ্র মুসলিম বিদ্বেষী নাস্তিক্যবাদের মতাদর্শ একজন। আপন মা-সম্পর্কে এবার বোমা ফাটানো তথ্য দিলেন সুলতানা কামালের মেয়ে দিয়া চক্রবর্তী! এই সুলতানা কামাল কিছু দিন আগে গ্রীক মূর্তি নিয়ে এক টকশোতে হেফাজত নেতা মুফতি শাখাওয়াতের কথার প্রেক্ষিতে বলেছিলেন – যদি মূর্তি না থাকে তাহলে মসজিদও থাকার দরকার নেই। এই কথার বলার পরই সুলতানা কামাল ১৬ কোটি মানুষের কাছে প্রশ্নবিধ এবং বেশ সমালোচনার মুখে পড়েন।এই ইস্যু নিয়ে যখন সুলতানা কামালের মেয়ে দিয়া চক্রবর্তীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তখন তিনি তার নিজ মাকে পাগল বলে গালি দেন।
দিয়া চক্রবর্তী বলেন, ”আসলে আমার মায়ের কথা কি বলব। সে পাগল হয়েছে সেই কবে থেকেই যখন আমার হিন্দু বাবা সুপ্রিয়া চক্রবর্তীকে বিয়ে করে মুসলিম হওয়া সত্ত্বেও। আর সে যে টাকা খেয়ে খেয়ে গলাবাজি করে মানুষ কি তা জানে না!! অবশ্যই জানে। তাকে কয়েক বার না করার পরও সে বাংলাদেশের কতগুলো নাস্তিক কুকুর আছে, তাদের সাথে উঠা বসা করে। তাদের পা চাটে। শুনেছি সেও এখন নাস্তিক হয়ে গেছে নাকি!!”
সুত্র-বাংলাস্টেটমেন্ট