সিলেটবৃহস্পতিবার , ৮ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সরকার ও ধর্মবিরোধী পোস্ট বন্ধ হচ্ছে: তারানা

Ruhul Amin
জুন ৮, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
অনলাইনে সরকার এবং ধর্মবিরোধী লেখা ও পোস্ট আইআইজি এর মাধ্যমে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, ‘সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিটিআরসিতে (BD-CSIRT, Bangladesh Computer Security Incident Response Team) গঠন করা হয়, যার মাধ্যমে ইন্টারনেটভিত্তিক অপরাধ দমনে কাজ করা সম্ভব হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা ইতিমধ্যে অসংখ্য সরকার বিরোধী ও ধর্ম বিরোধী কনটেন্ট আইআইজি এর মাধ্যমে বন্ধ করা হয়েছে।

ফেসবুকের বিভিন্ন আপত্তিকর পোস্ট বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে তা অপসারণের ব্যবস্থা করা হয়ে থাকে বলেও জানান প্রতিমন্ত্রী। তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই সাইবার নিরাপত্তার ঝুঁকি কিছুটা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়ে তারানা হালিম বলেন, ‘বিষয়টি মোকাবেলায় প্রয়োজনীয় আইনগত, কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। তবে বিভিন্ন কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।’

তারানা বলেন, ‘সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসুচি চলমান আছে। জনসচেতনতা বৃদ্ধিতে বিটিআরসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে সেমিনার, ওয়ার্কশপ, টকশো ইত্যাদির আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন পাঠ্যক্রমে আইসিটি শিক্ষার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা বিষয়ে অধিক গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তা রয়েছে। সর্বোপরি সাইবার নিরাপত্তা সম্পর্কে পিতা-মাতা-অভিভাবক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণির মানুষের সম্পৃক্ততায় একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য।’