সিলেটশনিবার , ১০ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘দারুল ক্বিরাত আল মাদানিয়া বোর্ডে ক্বারী আবুল হাসান আজমী

Ruhul Amin
জুন ১০, ২০১৭ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসার ক্বিরাত বিভাগীয় প্রধান, শায়খুর কুররা আল্লামা ক্বারী আবুল হাসান আজমী বলেছেন, সহীহ শুদ্ধ উচ্চারণ ও কুরআন তেলাওয়াতের বিশুদ্ধ চর্চা কুরআন বিশ^াসীদের জন্য আবশ্যিক বিষয়। রমজান শুধুমাত্র রহমত, মাগফিরাত ও নাজাতের মাস নয়, রমজান কুরআন নাযিলেরও মাস। আমাদের বিশ^াসে এক আল্লাহর প্রতি যেমন ভালোবাসা রয়েছে ঠিক তেমনি কুরআনের প্রতিটি বাক্য ও শব্দের প্রতিও মহব্বত থাকতে হবে। কুরআন চর্চাকারীদের প্রতি আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি ও পরম ভালোবাসা রয়েছে। আমাদেরকে উস্তাদের মাধ্যমে এ কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। তিনি শুক্রবার ‘‘দারুল ক্বিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ড’’ সিলেটের প্রধান কেন্দ্র সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ ‘দারুল আজহার মডেল মাদরাসায়’ আয়োজিত মাসব্যাপী কুরআন চর্চার বিশেষ প্রশিক্ষণ ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দারুল ক্বিরাত আল মাদানিয়া বোর্ডের মহাপরিচালক মাওলানা ক্বারী হুমায়ুন কবির বাবর এর সভাপতিত্বে এবং বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ক্বারী মাওলানা মোহাম্মদ আলী ও শাহিদ হাতিমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা ক্বারী আবু জাফর কাসেমী- ঢাকা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ ক্বারী মাওলানা মনজুরে মাওলা, মুফতি ক্বারী ইজাদুর রহমান, দারুল আজহার মাদরাসার ভাইস প্রিন্সিপাল ক্বারী মাওলানা জাকারিয়া, ক্বারী মাওলানা শফিউল আলম, ক্বারী মাওলানা জাকারিয়া আযাদ, ক্বারী মাওলানা নাজিফুল হক, ক্বারী মাওলানা লুৎফুর রহমান, ক্বারী মাওলানা সাইদুর রহমান, ক্বারী মাওলানা কায়ছান মাহমুদ, ক্বারী মৌলবী ইয়াসিন আহমেদ, ক্বারী মৌলবী আব্দুল ওয়াহিদ, ক্বারী মাওলানা শিব্বির আহমদ, ক্বারী মাওলানা আল আমিন সাদিক, ক্বারী মাওলানা দেলওয়ার হোসেন ইমরান, ক্বারী ফয়ছল আহমদ প্রমুখ।