সিলেটবুধবার , ১৪ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্বনির্ভর দেশ গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য : জেলা প্রশাসক

Ruhul Amin
জুন ১৪, ২০১৭ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট শাখার উদ্যোগে ১৪ জুন বুধবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। তিনি বলেন, স্বনির্ভর দেশ গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কল্যাণে কাজ করছে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে দেশ গঠনের এগিয়ে আসতে হবে। সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী ইদ্রিস, ছাত্র বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন। সিলেট শাখার যুগ্ম সম্পাদক খালেদুর রহমানের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ নেছওয়ার, পিডিবি’র সাবেক তত্ত্বাধবায়ক প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, ফেঞ্চুগঞ্জ উপজেলার পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুর রহমান রুমান, সিলেট শাখার সহ সভাপতি ইয়াছিন ইকরাম, সওজ ডিপ্রকৌস সভাপতি নুরুল মজিদ চৌধুরী, আইডিইবির অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ।