সিলেটশনিবার , ১৭ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানিগঞ্জে ঢলের পানি,৩ জনের মৃত্যু

Ruhul Amin
জুন ১৭, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ গ্রামে উজান থেকে নেমে আসা ঢলে ঘর ভেসে গিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়াগেছে। এছাড়া বজ্রপাতে আরেক জনের মৃত্যু হয়েছে। শনিবার পৃথক এসব ঘটনা ঘটে।

ঢলে ঘর ভেসে মৃত ব্যক্তিরা হচ্ছেন- ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে তামান্না (৩) ও সুলতানা (১) এবং মৃত ইউসুফ আলীর ছেলে ফারুক মিয়া (৫৬)। বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তন্মধ্যে সুলতানার লাশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
কোম্পানিগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন জানান, অতিবৃষ্টির ফলে শনিবার ভোরে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়ার ঘর ভেসে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা তার ছোট দুই শিশুকন্যার মৃত্যু হয়। এছাড়া পার্শ্ববর্তী ফারুক মিয়া উজানের ঢলে ভেসে গিয়ে মারা যান। সুলতানার লাশের সন্ধান এখনও পাওয়া যায়নি। এছাড়া সকাল ৮টার দিকে বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন।