সিলেটমঙ্গলবার , ২০ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক খোলা রাখার অনুরোধ

Ruhul Amin
জুন ২০, ২০১৭ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ঈদের আগে ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ছাড় এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে আগামী ২৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন শিল্প অঞ্চল, ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরগুলোর শপিংমল এলাকা এবং বন্দরগুলোতে বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একইসাথে এফবিসিসিআই আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং স্থলবন্দরসমূহ বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটির মধ্যেও খোলা রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধের কথা জানানো হয়।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত টানা পাঁচ দিন সব সরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।