সিলেটসোমবার , ৩ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে শিক্ষামন্ত্রী

Ruhul Amin
জুলাই ৩, ২০১৭ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা :
গোলাপগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি রোববার দুপুরে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা চন্দরপুর, ঘাগুয়া ও শিকপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করে।
এসব সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আপনারা ধর্য্য সহকারে বন্যা পরিস্থিতি মোকাবেলা করুন। ধর্য্যহারা হলে চলবেনা। অতীতেও যেকোন পরিস্থিতি আপনারা ধর্য্য সহকারে মোকাবেলা করেছেন, এবারও করবেন। আমরা আপনাদের যেকোন প্রাকৃতিক দুর্যোগে পাশে আছি, থাকবো।মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদের মধ্যে ১৮হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্ধের ঘোষণা দেন।
নৌকাযোগে এ পরিদর্শনে তার সাথে ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, মুক্তিযোদ্ধা তেরা মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, আকবর আলী ফখর, ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, মোস্তাব উদ্দিন কামাল, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, ছাত্রীৈগ নেতা নাজিম উদ্দিন লস্কর, জসিম উদ্দিন ও আব্দুল গফফার কুটি।