সিলেটসোমবার , ৩ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন্যার কবলে দক্ষিণ সুরমা

Ruhul Amin
জুলাই ৩, ২০১৭ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা :
কুশিয়ারা নদীর পানির স্তর ক্রমাগত বেড়ে যাওয়ায় ফলে দক্ষিণ সুরমা উপজেলার চৌদ্দটি গ্রামে বন্যার সৃষ্টি হয়েছে। এতে গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়ির রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়া চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার গ্রামবাসীর।
বন্যা কবলিত গ্রামগুলো হচ্ছে- মির্জানগর, মানিকপুর, ইনাত আলীপুর, রাউতকান্দি, সিকন্দরপুর, পানিগাঁও, রাখালগঞ্জ, খালোমুখ, ভাঙ্গি, জলকরকান্দি, পরাইরচক, মোল্লাগ্রাম, মোগলাবাজার, হাজীপুর।
পানিবন্দি অবস্থায় অনেকে বসতবাড়িতেই অবস্থান করছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না-থাকায় বৃষ্টি হলে বা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে গ্রামের চলাচলের রাস্তাসহ আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পানিতে তলিয়ে গেছে। নৌকায় করে চলাচল করতে হচ্ছে এই এলাকার মানুষকে। নোংরা পানি ও কাদা ঘেঁটে গন্তব্যে যাতায়াত করেন। এসব এলাকার মানুষজন ঘর থেকে বের হলেই নৌকা কিংবা কলাগাছের ভেলা তৈরি করে চলাচল করছেন।
এদিকে, কুশিয়ারা নদীর পানি অব্যাহত বৃদ্ধির কারণে দক্ষিণ সুরমার গ্রামগুলোও বন্যাদুর্গত এলাকার মধ্যে রয়েছে।
মোল্লাগ্রামের এক ব্যবসায়ী বলেন- “এভাবে যদি কুশিয়ারা নদীর পানি আরো দু-একদিন বাড়ে তাহলে আমাদের বাড়িঘরের ভেতরে পানি ঢুকে যাবে। তখন এলাকাবাসী বেকায়দায় পড়ে যাবে।