সিলেটরবিবার , ৯ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেট্রোপলিটন পুলিশের তদন্ত সহায়ক কর্মশালার উদ্বোধন

Ruhul Amin
জুলাই ৯, ২০১৭ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে রবিবার সকাল ১১টায় ফৌজদারী অপরাধে রুজুকৃত মামলার সঠিকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য তদন্ত সহায়ক কোর্স বিষয়ক এক বিশেষ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বিশেষ কের্সের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস. এম. রোকন উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং এন্ড স্পোর্টস) মো. জাবেদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক ও উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) শামীম মোর্শেদ।

এতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা, ফাড়ীর অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সকল অফিসার বৃন্দের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান সুষ্ঠু তদন্তের মাধ্যমে সু-নিশ্চিত করা সম্ভব। আর এজন্য দরকার দৃঢ় মনোবল ও সঠিক নির্দেশনা। আর এর জন্য তদন্ত সহায়ক কোর্স বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার ছাড়াও উপ-পুলিশ কমিশনার বৃন্দ তাদের নিজ নিজ তদন্ত সহায়ক পরামর্শ তুলে ধরেন।