মাসুম আহমদ, বিশেষ প্রতিবেদক-সিলেট রিপোর্ট: উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস, শায়খুল হাদীস যাকারিয়া রহ. অন্যতম শাগরিদ ও মাজাহিরে উলূম সাহারানপুর (ভারত) এর শায়খুল হাদীস হযরত মাওলানা শায়খ মুহাম্মদ ইউনুস ইউনুস জৌনপুরী আর নেই। তিনি আজ (১১ জুলাই) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভারতের বাইতুল উলুম আজমগড় সাহারানপুরে তিনি ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন।বাইতুল উলুম আজমগড়ের মাওলানা কামরুল ইসলাম কাসেমি খবরের সত্যতা নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন।
Shaykhul Hadith Yunus Jounpuri died
……
Masum Ahmad, Special Correspondent – Sylhet Report: Famous Muhaddis of the subcontinent, Shaykhul Hadith Zakaria RA. Shaheerad and Majahir Ulum of Shaharanpur (India) Shaikhul Hadith Hazrat Maulana Shaikh Muhammad Yunus Yunus Johanpuri is no more. He died here on Tuesday (July 11th) at 10:30 in the Baitul Ulum Azamgarh, Saharanpur in India. Ennellullah Wa Inna Ilihihi Razian. Baitul Ulum of Maulana Kamrul Islam Kazmim of Azamgarh confirmed the news. For a long time, he was suffering from old age due to illness.