সিলেটবুধবার , ১২ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির প্রতিবাদ সভা

Ruhul Amin
জুলাই ১২, ২০১৭ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :সরকার শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট না দিয়ে বরং অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ১০% টাকা কর্তনের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে গত ১২ জুলাই বুধবার রাতে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মোঃ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীকে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় আয়োজিত সভায় বক্তারা বলেন, অবিলম্বে বেসরকারী শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট প্রদান সহ চাকুরী জাতীয়করনের দাবী জানান এবং ১০% কল্যাণ তহবিলের টাকা কর্তৃন না করে পূর্বের হার বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান। সভায় সিদ্ধান্ত হয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুর রব, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, যুগ্ম সচিব বিবিদলই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ দত্ত, নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, অর্থ সচিব বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, সাংগঠনিক সচিব মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, দপ্তর সচিব সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম আব্দুল আহাদ, মোঃ আনোয়ারুল হক, মোঃ আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, মাওলানা সাহাব উদ্দিন, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।