সিলেটমঙ্গলবার , ১ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা শফী দেওবন্দে অবস্থান করছেন

Ruhul Amin
আগস্ট ১, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল হক,দেওবন্দ থেকে: বাংলাদেশের প্রভাবশালী আলেম হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক , খলিফায়ে মাদানী এ যুগের শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বর্তমানে বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ (ভারত) এ অবস্থান করছেন।তিনি আজ সকালে দারুল উলুমে আগমন করলে হাজার হাজার ছাত্র,আলেম উলামা অভ্যথনা জানান। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে হযরতের আগমনের সংবাদ ছড়িয়ে পড়লে তার সাথে সাক্ষাতের জন্য প্রচন্ড ভিড় জমে।এসময় দারুল উলুম কর্তৃপক্ষ আল্লামা শাহ আহমদ শফীকে স্বাগত জানান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাত্রী যাপন করেন জমিয়তে উলামায়ে হিন্দের অফিসে।এর পরে সকালে দেবন্দ মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হন আল্লামা শফী।  এব্যাপারে ইলিয়াস কাঞ্চনপুরী সিলেট রিপোর্টকে জানান,  হাসপাতাল থেকে ছাড়া পাবেন, এ কথা শোনামাত্রই হযরত বেড থেকে উঠে বসলেন,মনে করলাম বাড়ি যাওয়ার ব্যপারে কথা হবে,হযরত কিছু সময় চুপ থেকে বললেন, ভাই আরশাদ মাদানী কখন আসবেন, শায়েখের কথা খুব মনে পড়ছে, কতদিন যাইনি, একটু দেওবন্দে যাব,আবার কখন আসব, সময় হবে কিনা,সেই সদ`সালার সময় এসেছি আর তো আসাই হলোনা,আমি যখন দেওবন্দে পড়ি সবসময় হযরত মাদানী ( রহঃ) এর নাক বরাবর বসতাম, যেন হযরতের সিনা রবাবর আমার সিনা থাকে, কারন ইলম তো সিনা থেকেই আসে,হযরতের দরসে আমিই বেশী মতন পড়তাম,আমার আওয়াজ খুব উচু ছিল, হযরত আমার আওয়াজ খুব পছন্দ করতেন, হযরতের সামনে বসার জন্য কিতাব আগেই রেখে দিতাম,একদিন দেখি আমার রাখা স্থানে কিতাব নেই, আমি কিতাব ছাড়াই যথাস্থানে বসে পড়লাম,এভাবে তিন মাস পর্যন্ত আমি কিতাব ছাড়াই বোখারী ও তিরমিজির ক্লাস করেছি, মতনও পরেছি, এ সময়ে আমি কাউকে কোন দোষারোপ করেনি, কোন অভিযোগ করেনি,আল্লাহর মেহেরবানিতে তিন মাস পর আমার রাখাস্থানে কিতাব পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ্,
হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিকাল চারটায়, রাত কাটল জমিয়তে উলামায়ে হিন্দ এর মেহমানখানায়,সকলেই উঠে পড়লেন বেলালের আযানের সুরে, ফজরের সালাত আদায় করে রওয়ানা হলেন,গন্তব্য স্বপ্নের দেওবন্দ।”
উল্লেখ যে,  গত সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য আল্লামা শফী ভারত যান। চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তনের আগে তিনি পুর্বসুরীদের স্মৃতি বিজড়িত ‘বৃটিশ বিরোধী আন্দোলনের সেনানিবাস’ টি পরির্দশন করতে যান।

সিলেট রিপোর্ট/সু-আউ/০১০৮-২০১৭