সিলেটবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণের দুর্নীতির অভিযোগে মামলা দায়ের

Ruhul Amin
আগস্ট ৩, ২০১৭ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি ::   সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতিতে জড়িত থেকে সরকার অর্থ আত্মসাত ও দুর্নীতিতে উৎসাহিত করার অভিযোগে সরকারের সচিব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির মোট ১৪০ জনের বিরুদ্ধে আদলতে মামলা হয়েছে। 

আজ দুপুরে সুনামগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলাটি করেন সমিতির সাধারণ সম্পাদতক আব্দুল হক। 

মামলায় পানি উন্নয়ন বোর্ডের ১৫ জন কর্মকর্তা, ১৬ জন ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে। 

হাওর ডুবির সময় দুর্যোগ নিয়ে কান্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে জনশৃংখলা বিঘ্ন করে বৈরী অবস্থার জন্ম দেওয়ার অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামালকেও আসামি করা হয়েছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের বিচারক মামলাটি আদেশের জন্য রেখে দিয়েছেন।