সিলেটবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বি.চৌধুরীর বাসায় চার দলের কমিটি গঠন, মান্না সমন্বয়ক

Ruhul Amin
আগস্ট ৩, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যৌথ আন্দোলন গড়ে তুলতে চারটি রাজনৈতিক দলের লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে। লিয়াজো কমিটির বাকি তিনটি দল হলো বিকল্প ধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও গণফোরাম। বুধবার (২ আগস্ট) রাতে বদরুদ্দোজা চৌধুরীর বাসায় আড়াই ঘণ্টার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে অংশ নেওয়া একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে বারিধারা ১২ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের), নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সেক্রেটারি আব্দুল মালেক রতনসহ দলগুলোর শীর্ষ নেতারা।

বৈঠকে কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিনিধিদের আসার কথা থাকলেও দলটির কেউ এই বৈঠকে অংশ নেননি। বৈঠকে যত দ্রুতসম্ভব মাঠ পর্যায়ে কর্মসূচি দেওয়া এবং বৈঠকে অংশ নেওয়া দলগুলোর যৌথ কর্মসূচি দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অংশ নেওয়া অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে তোলার যে প্রক্রিয়া চলছে, এরই অংশ হিসেবে আমরা মিলিত হয়েছিলাম। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা মতবিনিময় করেছি। দেশের মানুষ বিএনপি থেকে হতাশ হয়েছে, সরকারে ওপরও আস্থা হারিয়েছে। এ কারণে আমরা এই দুই দলের নেতৃত্বাধীন জোটের বাইরে একটি বিকল্প শক্তি গড়ে তোলার চেষ্টা করছি।’

বারিধারায় ডা. বদরুদ্দোজা চৌধুরীর বাড়িসুব্রত চৌধুরী আরও বলেন, ‘জনসম্পৃক্ত এমন অনেক ইস্যু আছে, যেগুলো নিয়ে বিএনপি কাজ করছে না। কিন্তু এসব ইস্যুতেই এখন মাঠে থাকা দরকার। তাই আমরা মাঠে নামার পরিকল্পনা করছি।’
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে সুব্রত চৌধুরী বলেন, ‘কিভাবে ও কত দ্রুত কর্মসূচি দেওয়া হবে এবং আমরা কিভাবে যৌথভাবে কর্মসূচি পালন করব, তা নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে।’

বৈঠকে অংশ নেওয়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘বৈঠকে অংশ নেওয়ার জন্য বদরুদ্দোজা চৌধুরী আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তার বাসায় গিয়েছিলাম। ওনারা অনেক বিষয়ে আলোচনা করেছেন। কিভাবে একটি কমন প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি দেওয়া যায়, তা নিয়ে কথা বলেছেন।

বদরুদ্দোজা চৌধুরীর বাড়ির নিরাপত্তাকর্মী তাহের মিয়া বলেন, ‘বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নেতারা বাসায় চলে আসেন। রাত সাড়ে ১১টার সময় তারা বের হয়ে যান।’
বৈঠক বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা দুই জোটের বাইরে একটি বিকল্প গড়ার চেষ্টা বৈঠকে দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছি। আজকের বৈঠক অনেকটাই ফলপ্রসূ হয়েছে।’
বৈঠকে জাপার কো-চেয়ারম্যানের উপস্থিতি প্রসঙ্গকে মান্না এ প্রতিবেদককে বলেন, ‘কাদের সাহেব (জি এম কাদের) এসেছেন বদরুদ্দোজা চৌধুরীর গেস্ট হিসেবে।’