সিলেটশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়কে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

Ruhul Amin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মিয়ানমার অবিলম্বে এই বর্বরোচিত কার্যকলাপ বন্ধ করে রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নেবে। তাদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ শনিবার দুপুরে এরশাদের রাজনৈতিক ও প্রেস সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, রোহিঙ্গা পরিস্থিতিতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা ইতিপূর্বে এ ধরনের সমস্যার সম্মুখীন হইনি। ১০ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিককে আমাদের মতো দেশে আশ্রয় দেওয়া খুবই কঠিন। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের আশ্রয় না দিয়েও পারি না। তার দাবি, মিয়ানমার সরকার তাদের সেনাবাহিনীকে দিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে ধরনের অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা আদিম বর্বরতাকেও হার মানিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে আছে। দেশে এখন খাদ্য সংকট রয়েছে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর চাপ বাংলাদেশ কতটুকু গ্রহণ করতে পারবে তা জাতিসংঘসহ উন্নত বিশ্বকে বিবেচনা করতে হবে। এ অবস্থায় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।