সিলেটবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের পর্যটন স্পটগুলোতে প্রকৃতি প্রেমীদের ঢল

Ruhul Amin
অক্টোবর ৫, ২০১৭ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুমন আহমেদ, গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের বিছনাকান্দি সীমান্ত এলাকা গুলোতে মানুষের ঢল নেমেছে। বৃষ্টির মৌসুমে সিলেটের সবকয়টি রাস্তা বেহাল অবস্থা। তবুও সবাই পূজার উপলক্ষে পর্যটকে আনন্দে আত্মহারা। বিশেষ করে হাদারপার থেকে বিছনাকান্দি পর্যটক স্পট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে পর্যটকদের ভোগান্তি ভোগ করতে হয়। হাদার পার থেকে নৌপথে তাদের যাতায়াতের কারণে অনেক বিপদের সম্মুখে দাড়াতে হয়। তবুও জীবনের ঝুকি নিয়ে পর্যটক স্পটে ঢল নেমেছে। এদিকে পর্যটন সমৃদ্ধ এলাকা গুলো যেন এই বর্ষায় আরো উল্লাসিত হয়ে উঠেছে। পাহাড় থেকে নেমে আসা ঝর্না ধারাকে যেন আরো আর্কষনীয় মনে হয়। পাহাড়ি নদীতেও যেন প্রানের স্পন্দন। তাই সৌন্দর্য্য সীমান্ত এলাকাগুলো সিলেটের নয়ন ও মন জুড়ানো দৃশ্য দেখতে বিছনাকান্দি পর্যটকের ঢল। নানা বয়সের মানুষ অসংখ্য নারী পুরুষ ও শিশু কিশোরের উপস্তিতে সীমান্তবর্তী অঞ্চলগুলো যেন মনমাতানো পরিবেশ। অন্যদিকে সীমান্তফাঁিড় বিছাকান্দির ৪৮,ব্যাটালিয়ানের ক্যাম্পের কম্পানিকমন্ডার সুবেদার সিকদার লাভলু মিয়া এবং তার অধিন্যস্ত নায়েক মাহাবুব ও তার সৈনিকগন বিছনাকান্দি পর্যটক স্পটে দায়িত্বরত অবস্থা কারণে কোন ধরনের সমস্যা ও বিশ্ঙ্খৃলা সম্মখিন হতে হচ্ছে না। তাদের দায়িত্বশীলতার কারনে পর্যটকরা এই সুন্দরও মনোরম দৃশ্য উপভোগ করে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলার পর্যৃটক ছাড়াও বিদেশী পর্যটকরাও প্রকৃতি বন্যা বিছনাকান্দি এক নজর দেখতে আসেন। পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে বিছনাকান্দি এলাকায় দেশি বিদেশী ভিন্ন রকম ব্যবসা-বানিজ্য। তবে সিলেট সালুটিকর হাদারপার রাস্তার বিভিন্ন স্থানে রাস্তার বেহাল অবস্থা দেখে মন ভরা কষ্ট নিয়ে ফিরছেন। পর্যটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানালেন এসব পর্যটক স্পট দেখে তারা মুগ্ধ। কিন্তু যোগাযোগ ব্যবস্থা সহ রাস্তাঘাটের বেহাল অবস্থার কারনে তাদের আসতে অনেক ধরনের ভোগান্তি ভোগ করতে হয়।