সিলেটবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আগামী দিনের বাজার হবে অনলাইন নির্ভর

Ruhul Amin
ডিসেম্বর ৭, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: দেশের প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজার ব্যবস্থাপনায়ও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। যানজট এড়াতে কিংবা সময় বাঁচাতে অনেকেই কেনাকাটা করছেন অনলাইনে। বর্তমানে ই-কমার্সের মাধ্যমে প্রতিবছর ১৫০০ থেকে ১৮০০ কোটি টাকার লেনদেন হয়। তবে কয়েক বছরের মধ্যে তা ৮ থেকে ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আগামী দিনের বাজার হবে অনলাইন নির্ভর।

শপিং সেন্টারে উৎসব ছাড়াও মোটামুটি সব সময়ই ভিড় লেগে থাকে। শহরের প্রায় অধিকাংশ শপিং সেন্টারের চিত্রই একইরকম। এছাড়া রাস্তার যানজট থাকায় মার্কেটে গিয়ে শপিং করাটাই এখন অনেকের কাছে সময় নষ্ট বলে মনে হয়। তাই, কেনাকাটার কাজটাও অনেকে সেরে নিতে চান অনলাইনেই।

এ সম্পর্কে সংশ্লিষ্টরা  বলেন, সময়ের সাথে সাথে প্রযুক্তিগত পরিবর্তন যেমন এসেছে তেমনি আমাদের বাজার ব্যবস্থাপনাতেও  বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে । এমনকি আগামী কয়েক বছরের মধ্যেই এ খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

এদিকে আলাদিন ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল বাহার বলেন, ‘মানুষ আগে দোকানে গিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করতে পছন্দ করতেন। তবে এখন পাল্টেছে সেই রুচি। অনেকেই এখন ঝুঁকছেন ই-কমার্সে দিকে।’

তিনি আরও বলেন, ‘এই ব্যবসার কিছু বদনামও রয়েছে।  নতুন কিছু বাজারে আসলে তার কিছু নেগেটিভ দিক থাকে। তবে, এই খাত সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিয়ে মাঠে নামলে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব।’

বেশ কয়েক বছর ধরে দেশে ই কমার্সের সম্প্রসারণ হলেও গেল তিন বছরে এ খাতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বড় শহরগুলো ছাড়িয়ে অনলাইনে কেনাকাটা এখন সারা দেশব্যাপীই ছড়িয়ে পড়েছে।

এ সম্পর্কে  ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাজিব আহমেদ বলেন, ‘এ খাতে এখন শুধু একটা জিনিসই দরকার এবং তা হলো বিনিয়োগ। অন্যদিকে, এ খাত নিয়ন্ত্রণ অতোটা সম্ভব নয় বলে ক্রেতাদের একটু সতর্কভাবে কেনাকাটা করতে হবে।’

বর্তমানে এক হাজারের উপরে ই কমার্স সাইট আর ১০ হাজারেরও বেশি ফেসবুক ভিত্তিক সাইট রয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, আগামী কয়েক বছরের মধ্যে সাইটের সংখ্যা কয়েকগুণ ছাড়িয়ে যাবে।

-সূত্র: সময় টিভি