সিলেটবুধবার , ৩ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে বিমানবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত : বিদেশীসহ আহত ৪

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০১৮ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন অহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ১৫ জন সেনা ও বিমানবাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তাসহ বিদেশী অতিথি ছিলেন বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরহাদ ও দুইজন বিদেশী। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুই বিদেশীকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

হেলিকপ্টারটি অবতরণের সময় ঘন কুয়াশার কারণে ট্রেনিং শেডে আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারের ডানা ভেঙ্গে গেছে।

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইএসপিআর পরবর্তীতে বিস্তারিত জানাবে।