সিলেটরবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘প্রধানমন্ত্রী সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের ৪টি জেলার প্রতি সুদৃষ্টি রাখছেন’

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 সিলেট রিপোর্ট: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

শনিবার দিনব্যাপী জামালগঞ্জ সদর ইউনিয়নের মুচির বাড়ির খাল, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর ক্লোজার, ফেনারবাক ইউনিয়নের গজারিয়ার ঢালা ও মিনি পাকনা হাওরের বেড়ী বাঁধ, ধরমপাশা উপজেলা চন্দ্র সোনার তাল, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নুরপুর ক্লোজার পরিদর্শন করেন।

স্থায়ী কমিটির সভাপতি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সহ হাওরাঞ্চলের ৪টি জেলার প্রতি সুদৃষ্টি রাখছেন। আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোন ভাবেই হউক হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করে কৃষকের ধান গোলায় তোলে কৃষকের মুখে হাসি ফোটাতে হবে। যার কারণে মাননীয় মন্ত্রী সহ বার বার বিভিন্ন পাউবোর টিম হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে আসছেন। তারই ধারাবাহিকতায় আমরা হাওর পরিদর্শনে এসেছি। সকলের সহযোগিতায় স্বচ্ছতার সহিত ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে হাওর রক্ষা বাঁধ সম্পন্ন করতে হবে। হাওরের পানি নিষ্কাশনের ব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রীকে আমরা অবগত করব। আশা রাখি মাননীয় প্রধান মন্ত্রী পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করে হাওরবাসীর মুখে হাসি ফোটাতে সক্ষম হবেন।

এ সময় আরো ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এমপি চট্টগ্রাম-১৬, ফরিদুল হক খান এমপি জামালপুর-২, ফজলুল হক এমপি শেরপুর-৩, সেলিনা জাহান লিটা এমপি সংরক্ষিত মহিলা আসন-১ (৩০১), সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির উপ সচিব ও কমিটি সচিব এস এম আরিফ পাশা, সভাপতির একান্ত সচিব মো: তারেক জহিরুল হক, কমিটি অফিসার মো: আসিফ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালগঞ্জ মো: শামীম আল ইমরান, পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ আবু বকর সিদ্দীকী, সহকারী কমিশনার ভূমি মো: মনিরুল হাসান, জামালগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন সিকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী, পাউবোর শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়ের সহ উপজেলার গণমাধ্যম কর্মীবৃন্দ।