সিলেটরবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা গণহত্যা ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির ও ঢাকা মহানগরীর আমির শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ বনাম মায়ানমারের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। এর সমাধানে বহুপাক্ষিক অংশীদারিত্বমূলক পদক্ষেপ জরুরী। এধরণের পদক্ষেপে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বের বিকল্প নেই।আরাকানে রোহিঙ্গারা বহিরাগত নয়। তারা শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসছে। তাদেরকে বিতাড়নের হীন প্রয়াস মোকাবেলায় গোটা মুসলিম জাহানকে এগিয়ে আসতে হবে।’গতকাল ২৪ফেব্রুয়ারি শনিবার, শহীদ সোলেমান হলে জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া সিলেট এর উদ্যোগে জামেয়া কর্তৃক প্রকাশিত‘রোহিঙ্গা গণহত্যা ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে আল্লামা নূর হোসাইন কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের উপর ভয়াবহ বর্বরতার জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। সেখানে গণহত্যার আলামত মুছে দেয়ার আগেই এ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের মানসম্মত বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসানিশ্চিতকরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়াতেহবে। দুর্গত রোহিঙ্গাদের ধর্মান্তরকরণে জড়িত এনজিওগুলোর তৎপরতা দমনে সরকারকে ভূমিকা রাখার জোর দাবি জানান বক্তারা। সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন, ‘রোহিঙ্গা গণহত্যা’ স্মারক প্রকাশ জামেয়াতুল খাইরের মিশনের একটি অংশ। জামেয়াতুল খাইর জ্ঞান, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গণে তার ভূমিকা অব্যাহত রাখতে চায়। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সর্বস্তরের মুসলিমদের প্রতি উদাত্ত আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মুফতি আবুল কালাম যাকারিয়া, শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, এড. মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা শুয়াইব আহমদ। জামেয়ার শিক্ষাসচিব মাওলানা আবদুল মুকতাদিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্মারক সম্পাদক মাওলানা মুসা আল হাফিজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা নাসির উদ্দিন খান, মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, মাওলানা শিব্বির আহমদ, কবি বাসিত ইবনে হাবীব, মুফতি জাকারিয়া, সৈয়দ আব্দুন নূর,মাওলানা সলিম কাসেমী, মাওলানা ফখরুল হাসান, মাওলানা আতাউররহমান, মাওলানা শামসীর হারুনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আহমদ কবীর খলীল, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, মুফতি মুস্তফা সুহাইল হেলালী, মুফতি জমির উদ্দিন, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী,মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান, মাওলানা সালেহ আহমদ জাকির, মুফতি উবায়দুল্লাহ প্রমুখ।

রোহিঙ্গা সর্বশেষ