সিলেটশনিবার , ৭ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিউটি হত্যাকাণ্ড: আদালতে বাবুল ও বিউটির চাচার জবানবন্দি

Ruhul Amin
এপ্রিল ৭, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলোচিত কিশোরী বিউটিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাবুল মিয়া ও বিউটির চাচা আওয়ামী লীগ নেতা ময়না মিয়া।

শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। জবানবন্দিতে বিউটি হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন চাচা ময়না মিয়া। পুলিশের একটি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

এদিকে বিউটি হত্যাকাণ্ডে তার নানী ফাতেমা বেগমের জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার বিউটি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

অন্যদিকে, বাবুলের মা ইউপি সদস্য কলম চান বিবিকে দুইদিনের রিমান্ড শেষে শুক্রবার রাতে কারাগারে পাঠানো হয়েছে। বিউটি ধর্ষণ ও হত্যা মামলায় এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের বিউটির মরদেহ ১৭ মার্চ হাওড় থেকে উদ্ধার করা হয়।