সিলেটসোমবার , ১৬ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নবীগেঞ্জ জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Ruhul Amin
এপ্রিল ১৬, ২০১৮ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগেঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামে ধানের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামের প্রদীপ সরকারের সঙ্গে একই গ্রামের প্রবীন্দ্র সরকারের মধ্যে ধানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সকালে বিরোধপূর্ণ জমি প্রদীপ সরকারের লোকজন দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।