সিলেটশনিবার , ২১ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার ১

Ruhul Amin
এপ্রিল ২১, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা ( মোহনগঞ্জ): অব্যাহত প্রশ্নফাঁসের মুখে কমবেশি ২০ লাখ ৩১ হাজার এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে নানামুখী শঙ্কা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রশ্নফাঁস রোধে র‌্যাবসহ দেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনী এক যোগে কাজ করে যাচ্ছে। গত ১৯ এপ্রিল র‌্যাব-১৪ এর একটি দল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁস কারী ও অর্থ আত্মসাত প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে। কমলপুর গ্রেমের মৃত ফরিদ আহমেদের ছেলে মোঃ সানোয়ার হোসেন আকাশ (২৬) কে আটক করে র‌্যাব-১৪ এর এই দলটি।

আজ ২০ এপ্রিল সকালে র‌্যাব-১৪, সিপিসি কিশোরগঞ্জ এর কোম্পানি কমান্ডার এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আর বলেন, এই প্রতারক চক্রিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে এসব কার্যক্রম করে থেকে। প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে আমরা দীর্ঘদিন নজরে রেখে প্রতারক চক্রিটির অবস্থান ও কার্যক্রম নিশিত হতে পারি এবং চক্রের একজনকে ধরতে সক্ষম হই। অচিরেই বাকি সদস্যদের গ্রেফতার করা হবে।