সিলেটশনিবার , ২১ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের আবেদনপত্র বিতরণ করা হয়নি: নাইপিদো

Ruhul Amin
এপ্রিল ২১, ২০১৮ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মঝোতা চুক্তি সই হলেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের আবেদনপত্র বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেছে নাইপিদো। সম্প্রতি মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আয়ের নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দেশের ফেরার পর এমন অভিযোগ করে।

দেশটির সমাজকল্যাণমন্ত্রীকে উদ্ধৃত করে মিয়ানমারের সংবাদ মাধ্যম জানায়, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ঢাকা-নাইপিদো সমঝোতা সই হলেও তাদের মাঝে প্রত্যাবাসনের আবেদনপত্র বিতরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগামী দোসরা মে’র আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে বাংলাদেশে আসার কথা রয়েছে। ওই সফরের আগ মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে এমন অভিযোগ করলো মিয়ানমার। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্ব করতেই মিয়ানমার সরকার মিথ্যা অজুহাত দাঁড় করানোর অপচেষ্টা করছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।