সিলেটবুধবার , ৯ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মায়ানমারে খনি ধসে ১৪ জন নিহত

Ruhul Amin
মে ৯, ২০১৮ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:
নাইপিদো: মায়ানমারের একটি জেড পাথর খনিতে বর্জ্যের স্তূপ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কাচিন অঙ্গরাজ্যে ওয়াই কা গ্রামে সকালের দিকে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

গত কয়েক বছর ধরে মায়ানমারের জেড পাথর খনিগুলোয় প্রায়ই প্রাণহানি ঘটছে।

খবরে বলা হয়, বিশ্বের মধ্যে অন্যতম অনিয়ন্ত্রিত জেড পাথর উৎপাদনকারী দেশ হচ্ছে মায়ানমার। দেশটির বেসামরিক সরকার নেতৃত্বাধীন এই শিল্প সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। সংশ্লিষ্টরা সরকারের প্রতি নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানিয়েছে। শুক্রবারের (৪ মে) বর্জ্য ধসের জায়গায় ২০১৫ সালে এক ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক মিন নং (৩০) বলেন, আমি কোনমতে বেঁচে গেছি। মাটির স্তূপ ধসে পড়েছে এবং মানুষ মারা গেছে। ওয়াই কা গ্রামের প্রশাসক চিত কং বলেন, মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত ও ভূমি ধসের ঝুঁকি কমাতে হলে (সংশ্লিষ্ট) প্রতিষ্ঠানগুলোকে খনন সংশ্লিষ্ট আইনগুলো মেনে চলতে হবে।

পরিবেশবাদী সংগঠন গ্লোবাল উইটনেস অনুসারে, মায়ানমারে ২০১৪ সালে উৎপাদিত জেড পণ্যের আর্থিক মূল্য ডলারে প্রায় ৩ হাজার ১০০ কোটি। বিশেষজ্ঞদের মতে, এই জেড পাথরগুলোর বেশিরভাগই চীনে পাচার করা হয়।